ইন্সটাগ্রামে নিজের পরবর্তী অ্যালবামের সব গুলো গানের নাম প্রকাশ করেছে আরিয়ানা গ্রান্দে। ‘থ্যাংক ইউ, নেক্সট’ শিরোনামের নতুন এই অ্যালবামটি ফেব্রুয়ারী মাসেই প্রকাশ করা হবে।
যেখানে একটা গানের নাম ‘ব্রেক আপ উইথ ইওর গার্লফ্রেন্ড, আই অ্যাম বোর্ড’ অর্থ্যাৎ ‘তোমার প্রেমিকাকে ছেড়ে দাও আমি বিষণ্ন’। এই নামকে ঘিরে ভক্তদের মাঝে এরই মধ্যে নানা উত্তেজনা তৈরী হয়েছে।
এরকম আরো এগারটি গানের নাম প্রকাশ করেছে। সেগুলো হল, ‘ইমাজিন’, ‘নিডি’, নাসা’, ‘ব্লাডলাইন’, ‘ফেক স্মাইল’, ‘ব্যাড আইডিয়া’, ‘মেক আপ’, ‘ঘোস্টিন’, ‘ইন মাই হেড’, ‘সেভেন রিংস’ এবং ‘থ্যাংক ইউ, নেক্সট’।
এই অ্যালবামটির এখন পর্যন্ত শুধু ‘ইমাজিন’, ‘সেভেন রিংস’ এবং ‘থ্যাংক ইউ, নেক্সট’ নামের গান তিনটিই মুক্তি পেয়েছে। বাকিগুলো মুক্তির অপেক্ষায়।