চ্যানেল আই আয়োজিত রিয়েলিটি শো গানের রাজার প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ফাইরুজ লাবিবা। ফাইরুজ লাবিবা খুলনার মেয়ে। পুরস্কার হিসেবে তাকে পাঁচ লাখ টাকা দিয়েছে আয়োজকরা। এছাড়া প্রথম রানার্সআপ হয়ে তিন লাখ টাকা পেয়েছে নেত্রকোনার শফিকুল ইসলাম এবং দ্বিতীয় রানার্সআপ হয়ে দুই লাখ টাকা জিতে নিয়েছে ময়মনসিংহের সিঁথি সরকার।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতাল শুক্রবার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়। এদিন প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।
গ্রান্ড ফিনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু, এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, সাংসদ আসাদুজ্জামান নূরসহ দেশের সংগীতাঙ্গনের গুণীজনেরা।