মোশাররফ করিম-রোবেনা রেজা জুঁই
সেগুনবাগিচায় একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন মোশাররফ করিম। তখন তিনি এতটা জনপ্রিয় ছিলেন না। একই কোচিংয়ে পড়তেন জুঁই। তখন থেকেই জুঁইকে পছন্দ করতেন। একটা সময় গিয়ে জুঁইও সেই কোচিংয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। মোশাররফ করিম সময় বুঝে তার মনের কথা জুঁইকে বলেন। প্রথমদিকে ভালোবাসার প্রস্তাব ফিরিয়ে দিলেও কয়েক দিন পর জুঁই ‘হ্যাঁ’ বলেন। শুরুর দিকে জুঁইয়ের পরিবার মেনে নিতে পারেননি। অবশেষে চার বছর প্রেমের পর ২০০৪ সালে বিয়ে করেন।