আসছে বৈশাখের জন্য নতুন একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। এ জুটির নতুন নাটকটির নাম ‘আমি প্রেমিক’। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।
নাটকটির গল্পে দেখা যাবে- অমি ও বৃষ্টি প্রেমিক যুগল। অমির চাকরি না থাকায় বৃষ্টি তার বাবাকে পছন্দের ছেলের কথা বলতে পারে না। এদিকে অমি একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। আর সেখানেই বিপত্তি ঘটে। কোম্পানির এমডি অমিকে বিয়ে করতে চায়। এক কঠিন পরিস্থিতিতে পড়ে অমি। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আমি প্রেমিক’।
এর গল্প লিখেছেন রাসেল আজম ও পরিচালনা করেছেন শাহনেওয়াজ সজীব। নাটকটি ইউটিউবে আরটিভি ড্রামা চ্যানেলে ১৪ এপ্রিল সন্ধ্যা ৭টায় প্রচার হবে।