ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী সালহা খানম নাদিয়া। নিয়মিত কাজ করছেন টিভি নাটক, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে। বৈশাখের ছুটি শেষ হতেই আবারও ব্যস্ততা শুরু হয়েছে তার। ফিরতে হয়েছে শুটিংয়ে। ‘যদি একবার ফিরে চাও’ শিরোনামের নাটকের কাজ শুরু করেছেন তিনি।
এ নাটকটি পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। এতে নাদিয়ার বিপরীতে অভিনয় করছেন মনোজ কুমার। এছাড়া ঈদের বেশকিছু নাটকের কাজ হাতে রয়েছে তার। সবমিলিয়ে প্রায় প্রতিদিনই কাজ ব্যস্ততা তার।
এদিকে সামনেই নাদিয়া অভিনীত একটি মিউজিক ভিডিও ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পাবে। তবে কোনোটারই নাম জানাননি তিনি। ওয়েব সিরিজেও আগ্রহ রয়েছে তার। ভালো কাজ পেলেই ওয়েব সিরিজেও তাকে দেখতে পাবেন দর্শক।
Anondadhara Series
দৈনিক [7]
Author
Photographer
সংগ্রহ [9]