দীর্ঘ ২ বছর বিরতি শেষে স্টেজের মাধ্যমে গানে ফিরলেন মিলা। সম্প্রতি ‘স্বাধীন বাংলা কনসার্ট’র মাধ্যমে গানের মঞ্চে দেখা গেলে তাকে। এছাড়া আগামীতে অনেক স্টেজ শ’তে ব্যস্ত থাকবেন এই গায়িকা।
মিলা বলেন, গানে ফিরে বুঝলাম দর্শক-শ্রোতাদের কাছে আমার ন্যূনতম আবেদন ফুরিয়ে যাইনি। গানই আমার সব। গান ছাড়া আমি মূল্যহীন। গানের সঙ্গেই থাকতে চাই। আমার ভক্ত-অনুরাগী এবং শ্রোতাদের আর বঞ্চিত করতে চাই না। আজীবন গান করে যেতে চাই। গানের পাশাপাশি সামনে মানুষের জন্যও কিছু কাজ করার ইচ্ছে আছে।
Anondadhara Series
দৈনিক [7]