ইদানীং বেশ ফর্মে আছেন হলিউড অভিনেতা রনবীর সিং। তাঁর কাজের জন্য সব যায়গাতেই প্রশংসিত হচ্ছেন। সম্প্রতি এক ইন্সটাগ্রামে ভিডিও পোস্টের মাধ্যমে হলিউড অভিনেতা উইল স্মিথও প্রশংসা করলেন রনবীরের। প্রশংসাটি করেন মূলত রনবীরের “গালি বয়েজ” –এর কাজ নিয়ে। রনবীরকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন ছবিটি তাঁর স্কুল জীবনের র্যাপ গানের সাথে জড়িত স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়। ভিডিওটি রনবীর তার টুইটারে পুনরায় প্রকাশ করেন।
“গালি বয়েজ” ছবিটি মুক্তি পেয়েছে এবছর ১৪ ফেব্রুয়ারি। অন্যদিকে রনবীর এ বছর বেশ অনেক ছবির কাজ নিয়েই ব্যাস্ত থাকবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল “৮৩” যা নির্মিত হচ্ছে ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার কপিল দেবের জীবনী নিয়ে।
Anondadhara Series
দৈনিক [9]
Author
Photographer
সংগৃহিত [11]