আরব্য রজনীর আলাদীনের কথা কে ই বা না জানেন। একটি দরিদ্র পরিবারের ছেলে যিনি কিনা ঘটনাক্রমে একটি জাদুকরী চেরাগ পেয়ে এক জ্বিন এর সাহায্যে বনে যান রাজকুমার, তারপর বিয়ে করেন পছন্দের রাজকুমারীকে। জাদু, মন্ত্র ইত্যাদি কাল্পনিক সব পরিবেশ নিয়ে দারুণ এক গল্প। এ পর্জন্ত বিভিন্ন সময়ে পর্দায় অনেকবার প্রকাশ পেয়েছে আলাদীন। বেশ আগে ওয়াল্ট ডিজনি তাদের বইতে নতুন আঙ্গিকে প্রকাশ করেছিলো গল্পটি। এ বছর ডিজনির সেই গল্পের উপর ভিত্তি করেই মুক্তি পাচ্ছে সেই চিরপরিচিত আলাদীন।
সময়ের বিবর্তনে চিত্রায়ন ও গ্রাফিক্সের বেশ উন্নতি হওয়ায় ধারণা করা হচ্ছে এবার ছবিটি কল্পনার সব স্থানই ছুঁতে পারবে। গল্পে যেরকম আছে ঠিক সেভাবেই পরিবেশন করা হবে এবার। রুপকথার চোখ ধাঁধানো সেই পরিবেশ যেন ভেসে উঠবে রূপালী পর্দায়। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবিটি দেখার জন্য।
ছবির পরিচালনায় আছেন গায় রিচি; রচনা করেছেন জন অগাস্ট ও গায় রিচি; প্রধান চরিত্রে আছেন বিলি ম্যাগনুসেন (প্রিন্স আন্দ্রেস/ আলাদীন), উইল স্মিথ (জিনি), নাওমি স্কট (প্রিন্সেস জেসমিন)। ছবিটি মুক্তি পাবে ২৪ মে।
ছবির ট্রেইলার