শুধু সিনেমা না, ব্র্যান্ড এন্ডোর্সমেন্টও বাজিমাত করলেন রণবীর সিং।
এক গবেষণায় দেখা গেছে, এন্ডোর্সমেণ্টের কারণে তারকাদের মধ্যে রণবীর সিং-কে দিনে ১৩ ঘণ্টা টেলিভিশনে দেখা গেছে। ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন ভিরাট কোহলি ও মহা তারকা অমিতাভ বচ্চনকেও হারিয়ে দিয়েছেন রণবীর।
এন্ডোর্সমেন্টের এই লড়াইয়ে টেলিভিশনে দিনে ১২ ঘণ্টা দৃশ্যমান থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ভিরাট ও বিগ বি। চতুর্থতে অক্ষয় কুমার ও পঞ্চম স্থান দখল করেছে রণবীরেরই স্ত্রী দীপিকা পাডুকোন।
Anondadhara Series
দৈনিক [7]
Author
Photographer
সংগৃহিত [9]