খুব শীঘ্রই একটি ওয়েব সিরিজে দেখা যাবে ইমনেকে। ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নামের এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন অনিমেষ আইচ।
গুড কোম্পানির ব্যানারে এই সিরিজটিতে আরো অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা, জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম, তারিক আনাম খানসহ অনেকে।
ইমন বলেন, ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ এর গল্প এগিয়ে যাবে একটি টিভি রিয়েলিটি শোকে কেন্দ্র করে। আমাকে ওয়েব সিরিজের গল্পে দেখা যাবে সিনেমার নায়ক চরিত্রে। যেখানে একটি রিয়েলিটি শো’র বিচারক হিসেবে থাকবো আমি। এখানে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে ঘটতে থাকবে বিভিন্ন ঘটনা।’
Anondadhara Series
দৈনিক [7]
Author
Photographer
সংগ্রহ [9]