এটিএন বাংলায় আজ রাত সাড়ে ১০টায় প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘রাজার অতিথি’। রাজদরবারের আঙ্গিকে সাজানো হয়েছে রাজার অতিথি অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তার সঙ্গে আরও গাইবেন নকীব খান।
মুকাদ্দেম বাবুর পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল, অভিনেতা খালেদ হোসেন সুজন এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর রানারআপ ও মডেল সালওয়া। রাজা ও রানী হিসেবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সুজন ও সালওয়া।
অনুষ্ঠানের বিভিন্ন স্কিটে অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন, এসএম মহসিন, মনা সিদ্দিক, উত্তম, দিলু, লিটন খন্দকার, পাণেশ চৌধুরী, লারা লোটাস, কবির বাবু, নকীব ও রহিম। নৃত্য পরিবেশন করেছেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা) এবং অনিক বোস ও তার দল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম।