শিশুতোষ অনুষ্ঠান প্রচারের জন্য ইতোমধ্যে ছোটদের প্রিয় চ্যানেলে পরিণত হয়েছে দুরন্ত টিভি। শুরু থেকেই টেলিভিশন চ্যানেলটি বিভিন্ন ধরনের শিশুতোষ নাটক প্রচার করে আসছে। তেমনই একটি মজার নাটক হলো ‘উল্টাপুল্টা’।
অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার সকাল ৭.৩০ মিনিটে নিয়মিত প্রচারিত হবে।
দুরন্ত টিভি কর্তৃপক্ষ জানায়, এই নাটকের দুইটি চরিত্র ভাষা ও উদয়। চাকরি করতে করতে তাদের ক্লান্ত ক্লান্ত হঠাৎ সিদ্ধান্ত নেন যে তিনি আর চাকরী করবেন না। অন্যদিকে ওদের মা ক্লান্ত সংসার ও সন্তান নিয়ে। একদিন তারা দুজন নিজেদের কাজ বদলে ফেলার পরিকল্পনা করেন। কিন্তু ভাষা ও উদয় কি পারবে ওদের মা ও বাবাকে নতুন ভূমিকায় গ্রহণ করতে? নানা রকম মজার ঘটনার মধ্য দিয়ে এগোতে থাকে গল্প।