আপাতদৃষ্টিতে বরফকে শুধু পানি মনে হলেও বরফের উপকারিতা কিছু কিছু ক্ষেত্রে পানির চেয়েও অনেক বেশি। রুপচর্চা ও ত্বকের যত্নে কোরিয়াতে বেশ কয়েক বছর ধরেই চলে আসছে বরফের ব্যবহার। এটিই কোরিয়ানদের সুন্দর, স্বচ্ছ ত্বকের আসল রহস্য।
পদ্ধতি খুবই সহজ। মুখ পানিতে ভালো করে ধুয়ে নিন, যেন কোনো মেক-আপ বা ময়লা না থাকে। এরপরে একটি বরফের কিউব নিয়ে সারা মুখে হালকাভাবে ঘষুন। চাইলে আপনি আপনার শরীরের যেকোনো স্থানেই বরফ ব্যবহার করতে পারেন।
সারাদিনের কর্মব্যস্ততার ছাপ আপনার চোখে-মুখে পড়তে বাধ্য। বরফ আপনার মুখের ক্লান্তিভাব দূর করে, শরীর রিফ্রেসড রাখে। তবে এছাড়াও বরফ যা যা করতে পারেঃ
১। মেক-আপের আগে বরফ ব্যবহার করলে এটি আপনার মেক-আপকে দীর্ঘস্থায়ী করবে, ত্বক তৈলাক্ত দেখাবে না। ফাউন্ডেশন ভালোভাবে বসবে।
২। ত্বক উজ্জ্বল, মসৃণ ও পরিষ্কার দেখাবে।
৩। চোখের নিচের কালো দাগ দূর করবে
৪। স্কিন অ্যাকনি নিয়ে যাদের সমস্যা, তারা খুব উপকার পাবেন
৫। বরফ ত্বকের লোপকূপগুলো বন্ধ করে দেয়, তাই মেক-আপের আগে বরফ লাগালে মেক-আপের ক্যামিকেল আপনার ত্বকের ভিতর ঢুকতে পারবে না। এছাড়া এটি বাইরের ধুলা-বালি থেকেও আপনার ত্বককে রক্ষা করবে।
৬। রোদে পোড়া ভাব কমাবে।