৮ মার্চ বিশ্ব নারী দিবস। শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে প্রতি বছর বিশ্বব্যাপী দিনটি পালিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ‘নারী’ কবিতায় লিখে গিয়েছিলেন- ‘সাম্যের গান গাই/আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই’। মানুষ হিসেবে অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়েই একসময় শুরু হয়েছিল বিশ্ব নারী দিবস। বিশ্ব সমাজব্যবস্থায় সেই সাম্য অনেকটাই প্রতিষ্ঠা হয়েছে। নারী দিবসকে সামনে রেখে আমরা বিভিন্ন মাধ্যমের প্রতিষ্ঠিত মননশীল নারীদের কথা তুলে ধরার চেষ্টা করেছি। বিভিন্ন মাধ্যমের নারীরা বলেছেন, নিজেদের আদর্শ, অনুপ্রেরণা, সাফল্যগাথা, বাধা-বিপত্তিসহ অনেক কথা। আনন্দধারার মাধ্যমে বিশ্বব্যাপী সব নারীকে আনন্দধারা জানায় শ্রদ্ধা।