নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি বলেন, ‘বিয়ে বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে আমার মায়ের ওপর। মা যে ছেলেকে পছন্দ করবে, তাকেই বিয়ে করব। কারণ আমি জানি, আমার মা যে ছেলেকে পছন্দ করবে নিশ্চয়ই তাকে আমার পছন্দ হবে। বিয়ের জন্য মিডিয়া বা মিডিয়ার বাইরে কোনো ব্যাপার না। আমার মায়ের পছন্দের বাইরে যেতে চাই না, এটা হলো শেষ কথা।’
মেকআপ অ্যান্ড স্টাইলিং : লাজিনা এলমা
পোশাক : আনজারা
গহনা : স্পার্কলি ক্লোজেট
সেট : অ্যাস্থেটিক ইভেন্টস্
ছবি : তানভীর হৃদয়