বিয়েটা আমার কাছে একটা সমঝোতা। দুটি মানুষের স্বপ্নের বাস্তবায়নের নামই বিয়ে। আমাকে যে বুঝবে, যে কাজের সঙ্গে আমার সম্পর্ক থাকবে, সেটাকে সম্মান করবে সেই ধরনের নারীর সঙ্গে সংসার রচিত হবে। ছোটবেলা থেকে দেখে আসছি আমার দাদা, বাবা সবাই যৌথ পরিবারে বসবাস করছে। একসঙ্গে সবার সঙ্গে থাকা আমারও ভীষণ পছন্দ। সংসার মানে আমার চোখে যৌথ একটা পরিবার। এই ছবিটায় চোখের ক্যানভাসে ছড়িয়ে থাকে। আমার সহকর্মী কার বিয়ে দেখতে চাই তারচেয়ে বড় কথা যারা বিয়ে করবেন তাদের সবাইকে প্রাণের শুভেচ্ছা।
পোশাক : মুনস
সেট : পার্লিভা ইভেন্টস্