বিয়ে নিয়ে নিজের একান্ত মত দিয়ে চিত্রনায়ক রোশান বলেন, ‘বিয়ে মানে একজন মানুষের দায়িত্বশীল হওয়া। এই দায়িত্বের মাঝে অনেক কিছু জড়িয়ে থাকে। একজন মানুষ যখন দায়িত্বশীল হবে, তখন তার মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব, বোঝাপড়া সবকিছু থাকবে। যখন মানুষ এটা পালন করতে পারবে, তখনই বিয়ে করা উচিত। বউ হিসেবে আমার চুপচাপ ধরনের মেয়ে পছন্দ। তার প্রধান কারণ আমি নিজেও চুপচাপ স্বভাবের। আরেকটি বিষয় হলো আমাকে বুঝতে হবে আমার কাজকে সম্মান করতে হবে। আমার সহকর্মীদের প্রায় সবাই বিয়ে করে ফেলছে, তাই কার বিয়ে খাব সেটাই ভাবছি।’
মেকআপ অ্যান্ড স্টাইলিং : আফরোজা হাসান
পোশাক : র-ন্যাশন
সেট : পার্লিভা ইভেন্টস্