প্রতিটা মানুষের জীবনে বিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সামান্য ভুল হলে এলোমেলো হয়ে যেতে পারে সবকিছু। বিয়ে মানে আমার কাছে বন্ধুত্ব, বিশ্বাস, সমঝোতা আর হৃদয়ের সম্পর্ক। এই সবকিছু না থাকলে দু’জন মানুষ একই ছাদের নিচে বসবাস করতে পারেন না। আমি যেমন মানুষের স্বপ্ন দেখতাম, তেমনই একজনকে বিয়ে করে জীবনসঙ্গী করেছি। বিয়ে মানে আমার কাছে আরেকটা বিষয় মনে হয় সেটা হলো, দু’জন দু’জনার চাওয়া-পাওয়াগুলো বুঝতে পারা।
ছবি : জাহিদ হাসান
মেকআপ অ্যান্ড স্টাইলিং : ইয়াসমিন সুলতানা
পোশাক : মুনস
সেট : পার্লিভা ইভেন্টস্