বিয়ে নিয়ে মডেল, অভিনেত্রী দোয়েল বলেন, বিয়ে দু’জন মানুষের স্বপ্নের বুনন। এই স্বপ্নের জন্য দু’জন মানুষ অপেক্ষা করেন। কারো স্বপ্ন পূরণ হয়, কারো পূরণ হয় না। বিয়ে আমার কাছে একটা বোঝাপড়া। এটা ঠিক হলে আর কিছুই লাগে না।
পোশাক : আনজারা
মেকআপ অ্যান্ড স্টাইলিং : আফরোজা হাসান, লিয়া নাজ আহমেদ
গহনা : স্পার্কলি ক্লোজেট, গহনা হাটবাজার
পোশাক : টাঙ্গাইল শাড়ি কুটির
মেহেদি : কারুকা মেহেন্দি
সেট : অ্যাস্থেটিক ইভেন্টস্