অষ্টম ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসবে আজ ৫ই নভেম্বর মঙ্গলবার রাজশাহীর লালন মুক্ত মঞ্চে প্রদর্শিত হবে সুবর্ণা সেজুঁতির স্বল্পদৈর্ঘ্যর মীনালাপ চলচ্চিত্রটি। আন্তর্জাতিকভাবে সাতটি পুরষ্কার অর্জন করে এই চলচ্চিত্রটি।
৫ই নভেম্বর থেকে ৭ই নভেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানে মোট ১২ টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্র গুলো দেখানো হবে।
এ প্রসঙ্গে সুবর্ণা সেজুঁতি বলেন, যখন মীনালাপ লিখি, তখন পুনেতে আমার পাঁচ বছর থাকা হয়ে গেছে। বাঙালিরা কেন পুনেতে আসছে, কীসের জন্য আসছে এটা নিয়ে আমি গবেষণা শুরু করি। ‘মীনালাপ’ ওই গবেষণারই ফল। ছবিতে আমি যা কিছু দেখিয়েছি, তা সবকিছু আমার ব্যক্তিগত অনুধাবন থেকে করা। এভাবেই আমার গল্পের শুরু হয় এবং আমার মূল উদ্দেশ্যই ছিল যেন ছবিতে বাস্তব চিত্রটা উঠে আসে’