এবার এসেছে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড ১০’। তবে আপাতত এটি শুধু গুগল পিক্সেল স্মার্টফোনের জন্য অবমুক্ত করা হয়েছে। ক্রমান্বয়ে অন্যান্য মোবাইল ফোনেও এটি চালু হবে। নতুন সংস্করণে কিছু নতুনত্ব আনা হয়েছে। যুক্ত হয়েছে নতুন ফিচার, যা এ অপারেটিং সিস্টেমটিকে আরো কার্যকর করে তুলতে পারে। এখন জেনে নিন অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনে কী কী থাকছে-
নতুন ইমোজি
অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটি নতুন নতুন অনেক ইমোজি নিয়ে এসেছে। ৬৫টি নতুন ইমোজি যুক্ত করা হয়েছে এতে। যার ৫৩টিতে লিঙ্গ অনুযায়ী আলাদা আইকন দেখাবে।
ফ্যামিলি লিঙ্ক
এই ভার্সনে নতুন ফিচার হিসেবে যুক্ত হয়েছে ফ্যামিলি লিঙ্ক। এটি বাচ্চাদের প্রযুক্তি ব্যবহারের ওপর নজরদারি এবং সীমাবদ্ধ করার জন্য মা-বাবাকে একটি নিয়ন্ত্রণ এবং সুরক্ষার সেট দেবে। যে কোনো ডিভাইসের জন্য, মা-বাবারা রিয়েল টাইম ডিভাইসের অবস্থান দেখতে, অ্যাপ ও অন-ডিভাইস সামগ্রী পরিচালনা করতে এবং নির্দিষ্ট অ্যাপ বা পুরো ফোনের জন্য ব্যবহারের সময়সীমা নির্ধারণ করতে পারবেন।
নতুন জেশ্চার
অ্যান্ড্রয়েড ১০-এ এক অ্যাপ থেকে অন্য অ্যাপে, সামনে বা পেছনে যাওয়া এবং অন্যান্য কাজে জেশ্চার নির্দেশনা উন্নত করা হয়েছে। নতুন এই ফিচার আইফোন এক্স-এর মতোই। এর মাধ্যমে ঐতিহ্যবাহী থ্রি-বাটন নেভিগেশনাল সিস্টেমকে সরিয়ে দেয়া হয়েছে। সেটিংস> সিস্টেম> অঙ্গভঙ্গি> সিস্টেম নেভিগেশন> জেশ্চার নেভিগেশনে গিয়ে এই ফিচার চালু করতে হবে।
গোপনীয়তা
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে প্রায় ৫০টি গোপনীয়তা ও নিরাপত্তা সুবিধা রয়েছে। ফোনের কোনো অ্যাপ যদি অবস্থান-সংক্রান্ত তথ্য ব্যবহার করে, তাহলে তা সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়া হবে। আর গুগল প্লে এখন থেকে কোনো অ্যাপের প্রয়োজনীয় ত্রুটি সংশোধনের কাজ বা তা জানিয়ে দিতে পারবে, অ্যাপটির পূর্ণাঙ্গ হালনাগাদের আগেই।
ডার্ক মোড
এতে ইউআইভিত্তিক ডার্ক মোড চালু করা হয়েছে, যা ফোনের মেন্যুগুলোয় এবং বেশ কয়েকটি অ্যাপে একটি কালো থিম যুক্ত করবে। এটি চালু করতে, সেটিংস> প্রদর্শন> অন্ধকার থিম নেভিগেট করুন। ফিচারটি চালু হলে ফটো, ফাইল, পরিচিতি এবং ঘড়ির মতো অ্যাপগুলোর পটভূমি কালো হয়ে যাবে। এর মধ্যে গুগল ক্রোম অন্তর্ভুক্ত রয়েছে।
ফোকাস মোড
একসঙ্গে অনেক অ্যাপ প্রয়োজন পড়তে পারে। কিন্তু মাঝে-মধ্যে তা বিরক্তিকর হয়ে দাঁড়ায়। এজন্য নিজের প্রয়োজন অনুযায়ী এখন থেকে এক চাপেই প্রয়োজনমতো অ্যাপ বন্ধ করে রাখা যাবে। যাতে বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়।
স্মার্ট জবাব
গুগলের স্মার্ট রিপ্লাই ফিচারটি উন্নত করা হয়েছে, যা ফোনের যে কোনো মেসেজিং অ্যাপকে সমর্থন করবে। এর ফলে এখন ফেসবুক মেসেঞ্জার, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য বেশ কয়েকটি পরিষেবা দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে এবং আপনি কী বলার চেষ্টা করছেন, তা ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হবে। বার্তা পাঠানোর ক্ষেত্রে এটি বেশ কাজের একটি সুবিধা। মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে এবার এটি হয়েছে আরো উন্নত।
সাউন্ড অ্যামপ্লিফায়ার
অ্যান্ড্রয়েড ১০-এ সাউন্ড অ্যামপ্লিফায়ার নামে নতুন সুবিধা যুক্ত হয়েছে। এতে পডকাস্ট শোনা, ভিডিও দেখা কিংবা ফোনে কথা বলার সময় কোলাহল কমিয়ে জোরালো পরিষ্কার শব্দ শোনার সুবিধা দেবে।
তাৎক্ষণিক শিরোনাম
অডিও বা ভিডিওর ক্ষেত্রে কোনো দৃশ্য বা শব্দের একটি শিরোনাম তাৎক্ষণিকভাবে তৈরি হয়ে যাবে এই সুবিধার মাধ্যমে। আর কাজটি ওয়াইফাই সংযোগ ছাড়াই করা যাবে। এমনকি অ্যারোপ্লেন মোড চালু অবস্থাতেও।
সূত্র : গেজেটস নাও