ভালোবাসার গল্প নিয়ে নির্মিত আরো একটি নাটকে অভিনয় করলেন তানজিন তিশা। কিন্তু তার আগের রোমান্টিক গল্পের নাটকগুলো থেকে এবারের নাটকটি কিছুটা হলেও ভিন্ন ধরনের। নাটকের নাম ‘শুনতে কী পাও’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাকারিয়া শৌখিন।
এতে তিশার বিপরীতে দেখা যাবে অপূর্বকে। আবারো ভালোবাসার গল্প নিয়ে নির্মিত নাটকে অভিনয় নিয়ে তানজিন তিশা বলেন, ‘নানাভাবে দুইজন মানুষের হূদয়ের সম্পর্ক গড়ে ওঠে। কখনো তা হয়ে ওঠে পারিবারিক সংঘাতের, কখনো ভুল বোঝাবুঝি নিয়ে মনের টানাপড়েনের। আবার কখনো ত্যাগের মধ্য দিয়েও ভালোবাসার প্রকাশ দেখা যায়। যে জন্য ভালোবাসার গল্প নানাভাবে দর্শকের সামনে ধরা দেয়। ‘শুনতে কী পাও’ নাটকের গল্প আমার আগের নাটকগুলো থেকে একেবারে আলাদা। অন্তত নাটক দেখার পর দর্শক তা স্বীকার করবেন।’
নির্মিত এ নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।