টিভি পর্দার প্রিয়মুখ মৌটুসী বিশ্বাস। তিনি নতুন দুটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। একটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নিয়াজ মাহবুব পরিচালিত ‘জলকুমারী’ এবং অন্যটি এনটিভিতে প্রচারের জন্য এজাজ মুন্না পরিচালিত ‘শহর আলী’। জলকুমারী চরিত্রে মৌটুসী অভিনয় করছেন অর্চনা চরিত্রে এবং শহর আলীতে তিনি অভিনয় করছেন নাবিলা চরিত্রে।
মৌটুসী বলেন, জলকুমারী নাটকে একটি বার্তা আছে, আছে সুন্দর একটি গল্প। এ নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। আবার শহর আলী নাটকেও একটি গল্প আছে। তবে এ নাটকটি কমেডি ঘরানার একটি নাটক।
এদিকে নাগরিক টিভিতে প্রতি শনিবার রাত ৮টায় মৌটুসীর উপস্থাপনায় প্রচার হচ্ছে ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠানটি। শিগগিরই নতুন ওয়েব সিরিজ এবং একটি ঐতিহাসিক পটভুমির গল্প নিয়ে নির্মাণাধীন ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন তিনি।