তরুণ কণ্ঠশিল্পী মাহতিম শাকিবের কণ্ঠে প্রকাশ পেলো ‘শিরোনামে তুই’ গানের ভিডিও। গানটি লিখেছেন ওমর ফারুক বিশাল ও সুর-সঙ্গীতায়োজন করেছেন নাবিদ সালেহীন নিলয়।
ধীরে ধীরে অল্পে/টুকটাক লেখা গল্পে/সাবলীল শব্দে হাসিস শিরোনামে তুই/তোর নামে হয় জব্দ/যতো না প্রেম শব্দ/লুকিয়ে খোজা তোরে অনুভবে ছুই- এমন কথার গানটি ঈদের একটি নাটকে ব্যবহৃত হয়।
রোববার প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডেক’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।