বেশ কিছুদিন ধরে বলিউডের আনাচে-কানাচে আলোচনা চলছিল ’৮৩-এর বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ৮৩-তে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। হ্যাঁ, এ অনুমানই সত্যি, দীপিকা নিজেই নিশ্চিত করেছেন, বাস্তবের মতো বড় পর্দায়ও এবার রণবীর সিংয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাত্কারে এ অভিনেত্রী জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি খেলোয়াড় কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে তাকে দেখা যাবে।
এদিকে আগে থেকেই নিশ্চিত হয়েছিল, কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। বিয়ের পর এ প্রথমবারের মতো বড় পর্দায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকা ও রণবীরকে। রণবীর ও দীপিকা একসঙ্গে বেশকিছু ছবিতে অভিনয় করেছেন, এর মধ্যে রয়েছে বাজিরাও মাস্তানি ও পদ্মাবত।
দীপিকা বর্তমানে শুটিং করছেন তার আসন্ন চলচ্চিত্র ছাপ্পাক-এর।
উল্লেখ্য, কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের বিজয়ের গল্পকে ঘিরে এগিয়ে চলবে ছবিটির কাহিনী। ছবিটি ২০২০ সালের ১০ এপ্রিল মুক্তির কথা রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে