বাংলাদেশি মেয়ে মেঘলা মুক্তা দেশের গণ্ডি পেরিয়ে অভিনয় করছেন তেলেগু ছবিতেও। তেলেগুতে তার প্রথম ছবি ছিল ‘সাকালাকালা ভাল্লাবুডু’। চলতি বছরের ১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায় ভারতে।
প্রথম ছবি দিয়েই সবার আলোচনায় আাসেন তিনি। তারই ধারবাহিকতায় এবার নতুন একটি তেলেগু ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিটির নাম ‘ইয়্যারা চ্যারা’।
এর মধ্যেই ছবিটির শুটিংও শুরু হয়েছে। ভৌতিক গল্পের এই ছবিটি পরিচালনা করেছেন তেলেগু পরিচালক সুমন। এতে মেঘলার নায়ক হিসেবে আছেন শ্রীকান্ত।
নতুন ছবি নিয়েও আশাবাদী মেঘলা। তিনি বলেন, ছবিটি দর্শক ভালোভাবে গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন শ্রীকান্ত। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই সিনেমার মাধ্যমে আমার আরও ভালো অবস্থান তৈরি হবে।