আসছে ঈদে এনটিভিতে প্রচারের জন্য মীর সাব্বির নির্মাণ করেছেন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মতলব’। এর আগে মীর সাব্বিরের নির্দেশনায় ফারজানা চুমকি খণ্ড নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছিলেন।
তবে এবারই প্রথম তারা দুজন একসঙ্গে কোনো ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করলেন। এরই মধ্যে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকটিতে মীর সাব্বির অভিনয় করেছেন মতলব চরিত্রে। তার বিপরীতে ববিতা চরিত্রে ফারজানা চুমকি, সিনথিয়া চরিত্রে অহনা এবং উর্মি চরিত্রে উর্মিলা শ্রাবন্তী কর অভিনয় করেছেন।
নাটকটি রচনা করেছেন মীর সাব্বির নিজেই। আগামী ঈদের দিন থেকে টানা সাতদিন রাত ৯টা ৪৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।