অভিনেত্রী ইশানা খান এবার দেওয়ান নাজমুলের রচনায় ও সঞ্জীব দাসের নির্দেশনায় নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। নাটকের নাম ‘সম্পর্ক’। নাটকটিতে ইশানা অভিনয় করছেন রাত্রি চরিত্রে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইশানা বলেন, একটি পারিবারিক গল্পের নাটক এটি। আমার চরিত্রটিতে অভিনয়ে নিয়ে আমি যথেষ্ট সচেতন ছিলাম এবং আমার ভালোও লেগেছে। প্রচারে এলে দর্শকের ভালো লাগবে আশা করি।
শিগগিরই ধারাবাহিকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। এদিকে এরই মধ্যে ইশানা খান শেষ করেছেন ধারাবাহিক নাটক ‘সময়ের গল্প’ এবং ‘যাপিত জীবন’ নাটকের কাজ।