দীর্ঘ বিরতি ভেঙে গান নিয়ে ফিরছেন অর্ণব। আসছে ঈদে প্রকাশ পাবে তার নতুন গান ‘কী হলে কী হতো’। অর্ণবের নতুন গানের ভিডিওতে থাকছে আরও চমক। যেখানে অর্ণবের সঙ্গে মডেল হয়েছেন অভিনেত্রী মিথিলা।
গানটির ভিডিও নির্মাণ করেছেন একলব্য চৌধুরী। আর মিউজিক ভিডিওটি মোশনরক এন্টারটেইনমেন্ট ও মাস-কাট প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত হয়েছে। গান-ভিডিওটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
এ প্রসঙ্গে মিথিলা বলেন, অর্ণবের কাজটি করে ভালো লাগছে। আশাকরি দর্শক ও শ্রোতাদের ভালো লাগবে। অর্ণব অনেক মেধাবী। দীর্ঘ প্রস্তুতি নিয়ে গানটি করেছে অর্ণব। আশাকরি শ্রোতাদের প্রত্যাশা পূরণ হবে এ গানের মাধ্যমে।
ঈদ আয়োজনে ঈদের দিন ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘কী হলে কী হতো’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।