ক্রিকেটবিষয়ক টিভি অনুষ্ঠান উপস্থাপনা করতে যুক্তরাজ্যে পৌঁছেছেন বাংলাদেশের মডেল ও উপস্থাপিকা জান্নাতুল পিয়া।
বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন বাংলাদেশের দর্শকদের জন্য খেলার নানা বিষয় নিয়ে পিয়া হাজির হবেন টিভি পর্দায়। খেলার মাঠ ও গ্যালারি থেকে কথা বলবেন তিনি।
র্যাম্প মডেল হিসেবে সুপরিচিত পিয়া। তিনি দেশের মাঠে খেলা চলাকালীন মাঠ বা ধারাবিবরণী কেন্দ্র থেকে খেলা নিয়ে আলোচনা অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। সেই কাজগুলোই এবার দেশের বাইরে থেকে করবেন তিনি। সেটিও বিশ্বকাপের মতো আসরে।
বিখ্যাত সাময়িকী ভোগ-এর ভারতীয় সংস্করণে নানা দেশের মডেলদের সঙ্গে একবার প্রচ্ছদকন্যা হয়েছিলেন বাংলাদেশের এই মডেল।