এ্যানি খানের বাসার সামনে সবসময় দাঁড়িয়ে থাকে শুভ, কোথাও যাওয়ার সময় আগে থেকেই রিক্সা এনে রেখে দেয় শুভ । এ্যানি খানের মন জয় করার বিভিন্ন অভিনব বুদ্ধি বাহির করে এবং বার বার ব্যর্থ হয় শুভ। শুভর এমন আচরণে খুবই বিরক্ত হয়ে পরে এ্যানি খান। তবে শুভর কোন বুদ্ধি কি এ্যানি খানের মন জয় করতে পেরেছিলো ? এমনই এগিয়ে যাওয়া গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ভাই ভাবিকে প্রচুর মিস করে’।
নাটকটি রচনা করেছেন মেহরাব জাহিদ এবং পরিচালনা করেছেন ফজলুল সেলিম। নাটকটিতে রুপা চরিত্রে এ্যানি খান,এবং শুভ চরিত্রে অভিনয় করেছেন আ.খ.ম হাসান। এছাড়া অন্যান্য চরিত্রে নিকুল কুমার মন্ডল, দিলু মজুমদার, শায়লা, আখন্দ জাহিদ, আবুল বাসার, রাজা হাসান, স্বাধীন,পলাশসহ অনেকে ।
নাটকটি ঈদে একটি চ্যানেলে প্রচার হবে ।