বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য প্রতি ঈদে নির্মিত হয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারের ঈদের জন্য নির্মিত আনন্দমেলা’র উপস্থাপনা করবেন সঙ্গীতশিল্পী মেহরিন।
শিগগিরই অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে। উপস্থাপনার পাশাপাশি এতে একটি গানও গাইবেন তিনি।
এবারের আনন্দমেলার বিভিন্ন অংশে থাকবে সমসাময়িক বিষয়ের ওপর নাটিকা। এছাড়া ওয়াদ্দা রিহাবের অংশগ্রহণে থাকবে নাচ, সুরের ধারার পরিবেশনায় থাকবে দলীয় গান এবং সঙ্গীতশিল্পী মমতাজের কণ্ঠে গান।