নাট্যাঙ্গনের তিন দর্শকপ্রিয় অভিনয়শিল্পী তানিয়া আহমেদ। নতুন একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘টুয়েন্টি ফোর আউয়ার্স’। নাটকটি যৌথভাবে নির্মাণ করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। নাটকটি রচনা করেছেন জহির করিম। এতে তানিয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন রোজি সেলিম ও শহীদুজ্জামান সেলিম।
এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সেলিম ও রোজী। কিন্তু সেলিমের বান্ধবী তানিয়াকে কেন্দ্র করে সন্দেহের কারণে এক সময় সেলিম ও রোজীর মধ্যে ডিভোর্স হয়ে যায়। সেলিম ও রোজীর মেয়ে ফারিন ঘটনাচক্রে এক সময় কিডন্যাপড হয়। তালহা নামের একটি ছেলে ফারিনকে কিডন্যাপ করে। ঘটনা রোজী সেলিমকে জানায় এবং তালহার নির্দেশ অনুযায়ী সেলিম ও রোজী বিভিন্নস্থানে ফারিনকে খুঁজে ফিরে। এগিয়ে যায় গল্প।
শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। নাটকে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও নবাগত তালহা।