ঢালিউডের দর্শকপ্রিয় অভিনেতা শাকিব খান। সিনেমার পর্দায় ভক্তরা তাকে বিভিন্ন রূপে দেখেছেন। এবার সম্পূর্ণ নতুন রূপে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তিনি। পর্দায় তাকে এবার ‘হারকিউলিস’ রূপে দেখতে পাবেন ভক্তরা। তবে তা সিনেমাতে নয়, নতুন একটি বিজ্ঞাপনচিত্রে।
ওরস্যালাইনের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। এর মাধ্যমে শাকিব খান একটি সামাজিকবার্তা পৌঁছে দেবেন মানুষের কাছে।
সোমবার (৯ মার্চ) মিরপুরের কোক স্টুডিওতে এর দৃশ্যধারণের কাজ শুরু হলেও বৃষ্টির কারণে তা শেষ হয়নি।
প্রসঙ্গত, দীর্ঘ অভিনয় জীবনে শাকিব খান হাতেগোনা কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। এর মধ্যে আছে বাংলালিংক, পাওয়ার ড্রিংকস আর এশিয়ান ডুপ্লেক্স টাউনের বিজ্ঞাপনচিত্র।