এ সময়ের ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশা। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে পোক্ত করছেন।সেই ধারাবাহিকতায় এবার ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করছেন তিনি। নাটকের নাম ‘স্বপ্নের মেঘদল’।
এটি রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। এ নাটকটি মূলত মা ও মেয়ের গল্প নিয়ে।
গল্পে দেখা যবে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন রকম শখ থাকে অভিনেত্রী তানজিন তিশার। তার মধ্যে একটি শখ ছবি তোলা। ছবি তুলতে তুলতে একটা সময় হয়ে যান ফটোগ্রাফার। এ নাটকে তানজিন তিশার মায়ের চরিত্রে অভিনয় করেন দীপা খন্দকার।
নাটকটি শিগগিরই আরটিভিতে প্রচার করা হবে বলে নির্মাতা জানান। এদিকে তানজিন তিশা বাংলা নববর্ষ ও ঈদের কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।