আজ শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯। এক নজরে দেখে নিন আজকের টিভি চ্যানেলের উল্লেখযোগ্য অনুষ্ঠান সূচি-
জি বাংলায় আজ রাত ৯ টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'বকুল কথা'। এই ধারাবাহিকে অভিনয় করেছেন উষশী রায়, হনি বাফানা, উপনীত ব্যানার্জী, শুভজিৎ কার সহ আরো অনেকে।
এনটিভিতে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ৮-২০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'সোনার খাঁচা'। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান।
চ্যানেল আইতে শুক্রবার রাত ৭-৫০ মিনিটে প্রচারিত হবে রিয়েলিটি শো 'গানের রাজা'। বিচারকের আসনে থাকবেন চ্যানেল আই সেরাকণ্ঠখ্যাত ইমরান। প্রতিযোগিতাটি উপস্থাপনা করছেন চ্যানেল আই-লাক্স স্টার টয়া এবং সহ-উপস্থাপক ছোট্ট সাহির।
স্টার জলসায় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'ময়ূরপঙ্খী'। লীনা গঙ্গোপাধ্যায়ের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন শৈবাল ব্যানার্জী। এতে অভিনী করেছেন সৌহিনী গুহ রায়, সৌম্য মূখোপাধ্যায়সহ অনেকে।