দুই পরিবারের মানুষ জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী-শাহনাজ খুশি ও মীর সাব্বির-অপর্ণা ঘোষ। তাদের দুই পরিবারের দুটি নাম আছে। তারা ‘শিল্পী পরিবার-জ্ঞেনী পরিবার’। তাদের কেউ শিল্প চর্চায় কেউ জ্ঞান চর্চায় ব্যস্ত থাকে। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের খুনসুটিও কম নয়। ‘শিল্পী পরিবার-জ্ঞেনী পরিবার’ শিরোনামের একটি একক নাটকে জনপ্রিয় এই তারকাদের এভাবে দেখা যাবে। বৃন্দাবন দাসের রচনায় এটি নির্মাণ করেছেন দীপু হাজরা। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে