তৌসিফ মাহবুব ও সাফা কবির। দর্শকদের কাছে এই জুটির গ্রহণযোগ্যতা বাড়ছে দিন দিন। বাস্তব জীবনে তারা দুইজন বেশ ভালো বন্ধু। এরইমধ্যে কিছু ভালো ভালো নাটকও দর্শককে উপহার দিয়েছেন তারা। তাদের অভিনীত সবচেয়ে দর্শকপ্রিয় নাটক হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের 'ফাহিম দ্য গ্রেট ফাজিল'। এরপরও তারা দু'জন আরও বেশকিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছেন। এছাড়া স্বরাজ দেব নির্মিত 'কানামাছি' শর্টফিল্মের তাদের দু'জনের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে।
এরইমধ্যে তৌসিফ ও সাফা আগামী পহেলা বৈশাখের জন্য মেহেদী হাসান জনি ও মিফতাহান আনানের নির্দেশনায় দুটি নাটকের কাজ শেষ করেছেন। কিছুদিনের মধ্যে ইমরাউল রাফাত ও মেহেদী হাসান জনির আরও দুটি নাটকে অভিনয় করবেন তৌসিফ ও সাফা। তৌসিফ ও সাফা জানান গল্প ভালো হলে দু'জনেই একসঙ্গে কাজ করার চেষ্টা করেন। শিডিউল মিলিয়ে নিয়ে দু'জন কাজগুলো দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করেন।