চেনা কী যায় এই পাগলটাকে? ময়লা জামা জট পাকানো চুল, মুখে লম্বা দাড়ি। প্রথম দেখায় যে কেউ তাকে পাগল বলেই অভিহিত করবেন। আসলে তিনি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের একটি চরিত্রে অভিনয়ের জন্য পাগল সেজেছেন। নাটকটির নাম নাম ‘প্রস্থান’। এই নাটকে তার বিপরীতে রয়েছেন মেহজাবিন।
অপূর্ব বলেন, চরিত্রটি আমার জন্য বেশ মজার। গল্পের জন্যই এমন পাগলের রুপধারন করতে হয়েছে। নিজেকে দেখে নিজেই অবাক হয়েছি। অন্যরকম এই চরিত্রে অভিনয় করে ভালো লেগেছে।
নাটকটির চিত্রনাট্য লিখেছেন রাজীব আহমেদ। শিগগিরই নাটকটি কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।