ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী মুমতাহিনা টয়া। ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করছেন তিনি। কিছুদিন আগে তার অভিনীত ‘বেঙ্গল বিউটি’ চলচ্চিত্রটি সবার প্রশংসা কুড়িয়েছে। তবে আপাতত নতুন কোনো চলচ্চিত্রে কাজ না করলেও ব্যস্ত রয়েছেন নাটকে।
টয়া এখন ‘নামহীন অনুভূতি’ শিরোনামের একটি এক পর্বের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার বিপরীতে অভিনয় করছে তৌসিফ মাহবুব। এছাড়া ‘সময়ের গল্প’ নামে একটি ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছেন সম্প্রতি। এই মাসেই ঢাকার বাইরে যাচ্ছেন ঈদের নাটকের শুটিং নিয়ে। নাটক ছাড়াও বিভিন্ন টিভিতে নিয়মিত শো নিয়েও ব্যস্ততা রয়েছে টয়ার।