মহাভারতের দ্রৌপদী চরিত্রকে অবলম্বন করে নাট্যদল থিয়েটার মঞ্চে আনছে ‘দ্রৌপদী পরম্পরা’। ব্যতিক্রমী উপস্থাপনা আর পরম সত্যেঘেরা হৃদয়স্পর্শী কথোপকথনের মধ্য দিয়ে নাট্যকার-নির্দেশক প্রশ্নবিদ্ধ করেছেন আজকের নৈতিকতা-মানবতাবোধ, সমাজ-সংস্কৃতি এমনকি ধর্ম ও রাষ্ট্রনীতিকে।
আগামী ২২মার্চ (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় মহিলা সমিতির মঞ্চে মঞ্চায়িত হবে নাটকটি । রচনার পাশাপাশি নাটকটির নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন -আকেফা আলম ইতি, ইউশা আনতারা প্রপা, মুনিয়া ইসলাম, রফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম বাদল, শাহরিয়ার ইসলাম, শংকর চন্দ্র সরকার, লেনিন ফিরোজী, তুহিন চৌধুরী, আরিফ রাব্বানী এবং প্রবীর দত্ত।