টেলিভিশন এবং চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে এই প্রমথ ওয়েব সিরিজে অভিনয় করছেন এ অভিনেতা । গোলাম সোহরাব দোদুল এর পরিচালনা এবং শাহজাহান সৌরভের রচনায় 'নীল দরজা' নামে ছয় পর্বের এই ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। বর্তমানে ঢাকা ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে চলছে এর শুটিং।
ওয়েব সিরিজটিতে মির্জা চরিত্রটি করছেন চঞ্চল চৌধুরী। তাঁর বিপরীতে তাবাস্সুম চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। এতে আরও অভিনয় করছেন ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, এ বি এম সুমন।
এ মাসের শেষে বায়োস্কোপ অরিজিনালে ওয়েব সিরিজটি প্রকাশ হবে।