বাংলাদেশের ১৯ জন এবং বিদেশি ১১ জন ডিজাইনারের কাজের প্রদর্শনীর মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক’-এর এ বছরের আয়োজন। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনের এই আয়োজনের সমাপনী ছিল ২৫ ফেব্রুয়ারি। দেশের ফ্যাশন শিল্পকে আরও এগিয়ে নিতে ইউনিলিভারের হেয়ার কেয়ার ব্র্যান্ড ট্রেসেমে তিন দিনের এই ফ্যাশন ইভেন্টের আয়োজন করে। ট্রেসেমের সঙ্গে এ আয়োজনে ইভেন্ট পার্টনার ছিল ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ-এফডিসিবি; হসপিটালিটি পার্টনার ছিল লা মেরিডিয়ান।