স্টেজ ওয়ান ঢাকা একটি পেশাদারি থিয়েটার চর্চার কোম্পানি। ২০০৭ সাল থেকে এ দলটি বিভিন্ন কার্যক্রম শুরু করে। এ দলের পরিবেশনায় লক্ষণীয় প্রাচ্য ও পাশ্চাত্যের বিবিধ নাট্যরীতি এবং কাহিনীর সমাহার। আজ আবারও মঞ্চে আসছে তাদের দশম প্রযোজনা 'দ্য জু স্টোরি'। এডওয়ার্ড এলবি রচিত এ নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন ডমিনিক গোমেজ। নাটকটিতে অভিনয় করেছেন বাপ্পাদিত্য চৌধুরী ও তন্ময় বিশ্বাস।
আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত হবে। 'দ্য জু স্টোরি' নাটকে সামাজিক অসমতা, অমানবিকীকরণ, নিষ্ঠুর নিয়তির মধ্য দিয়ে ফুটে উঠেছে বস্তুবাদী বিশ্বের বিচ্ছিন্নতা ও একাকিত্ব। একাকিত্বে গ্রাস করা একজন পার্কে বসে থাকা এক ব্যক্তির সঙ্গে কথোপকথন শুরু করে এবং অবশেষে তাকে সহিংসতার একটি কর্মে অংশগ্রহণ করতে বাধ্য করে। এই নিয়েই গল্প।