ভক্তদের ভালবাসা পাওয়ার পরও কেন ব্যাটম্যান চরিত্রকে বিদায় জানালেন সে প্রশ্নের জবাব দিলেন অভিনেতা বেন অ্যাফ্লেক। আমেরিকান একটি আলাপচারিতার অনুষ্ঠান “জিমি কিমেল লাইভ” –এ তিনি বলেন আগামী ২০২১ সালে যেই ব্যাটম্যান ছবির আসবে তাতে তার পরিচালক হিসেবেও কাজ করার ইচ্ছা ছিল। গল্পটি বেশ দক্ষ লেখকের দ্বারা সুন্দর ভাবেই পরিবেশিত হবে কিন্তু তিনি নিজের অবস্থান থেকে অসাধারণ কিছু বের করে আনতে পারছিলেন না। তাই তিনি এই ভার আরেকজনের উপর ছেড়ে দিলেন কারণ তিনি মনে করেন এবার বেশ দক্ষ কলাকুশলী এতে কাজ করবেন।
অনুষ্ঠানের উপস্থাপক সবশেষে যখন বেনকে তার অভিনীত ব্যাটম্যান থেকে বিচ্ছেদ নিয়ে শেষ উক্তি করতে বলেন তখন বেন বলেন, “আমি জানিনা, বোধহয় আমি ব্যাটম্যান নই”।
দেখুন ভিডিওতে