ফারুকী-তিশা
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা কাজের সূত্র ধরেই একে অপরের পরিচয় ঘটে। একটা সময় তারা সম্পর্কের লুকোচুরিতেও জড়িয়েছিলেন। তবে এই লুকোচুরি বেশিদিন থাকেনি। ফারুকী সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিশাকে। কিন্তু বিয়েটা হবে-হচ্ছে করেও বছরের পর বছর আটকে ছিল। অবশেষে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন দু’জন।