কনকচাঁপা-মইনুল ইসলাম খান
কনকচাঁপার কিশোর বয়স থেকেই মইনুল ইসলাম খানের সঙ্গে পরিচয়। বিটিভির ‘নতুন কুঁড়ি’র শিল্পী ছিলেন কনকচাঁপা। সেখানেই দু’জনের দেখা হতো। কনকচাঁপার প্রথম গাওয়া গানের সুরকার ও সংগীত পরিচালক ছিলেন মইনুল ইসলাম খান। একসময় সুর থেকে সুরকারের প্রতি ভালোলাগা অনুভব করেন। পরবর্তী সময়ে পারিবারিকভাবে তাদের দু’জনের বিয়ে হয়। প্রায় তিন দশক একসঙ্গে পার করে দিয়েছেন।