আলী যাকের-সারা যাকের
আলী যাকের বাংলাদেশের টেলিভিশন ও মঞ্চ নাটকের জনপ্রিয় অভিনেতা। একই সঙ্গে দেশীয় বিজ্ঞাপনশিল্পের পুরোধা ব্যক্তিত্ব। অন্যদিকে মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী এবং সমাজকর্মী সারা যাকের। তাদের বিয়েটিও প্রেমের। ১৯৭৭ সালে সুখের নীড় রচনা করে এখনো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন।
১৯৭৩ সালে একটি নাটকের প্রদর্শনীর আগের দিন একজন অভিনেত্রী হঠাৎ অসুস্থ হয়ে গেলে সারা যাকেরকে দেয়া হয় সেই চরিত্রটিতে অভিনয় করতে। আলী যাকেরের ওপর দায়িত্ব পড়ে তাকে তৈরি করার চরিত্রটার জন্য এবং খুব জলদি চরিত্রটির সঙ্গে নিজেকে মানিয়ে নেন সারা যাকের। এই প্রতিভায় মুগ্ধ হয়ে যান আলী যাকের।