হাসান ইমাম-লায়লা হাসান
অভিনেতা, আবৃত্তিকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। একটা সময় তিনি ব্যাংকে চাকরি করতেন। সে সূত্র ধরেই পরিচয় হয় লায়লা হাসানের বাবা আওয়াল সাহেবের সঙ্গে। পরবর্তীকালে তিনিই হাসান ইমামের শ্বশুর হন। লায়লা হাসান উচ্চমাধ্যমিক পাস করলে ১৯৬৫ সালে হাসান ইমামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৮ সালের ৩০ জুন সংস্কৃতি অঙ্গনের এই দুই গুণিজন বিবাহিত জীবনের ৫৩ বছর পার করছেন। হাসান ইমামের চেয়ে লায়লা হাসান ১২ বছরের ছোট। তারপরও তাদের দু’জনের সম্পর্কটা দারুণ শ্রদ্ধার আর বন্ধুত্বের।