লিয়াম হেমসওয়ার্থ এবং মাইলি সাইরাসে গত বছরে বিয়ে করেন বেশ কিছুদিনের অন্তরঙ্গ সম্পর্কের পরে। এই জুটি বিয়ের পর কখনোই কোন সাক্ষাৎকারে একজন আরেকজন সম্পর্কে বলতে যেয়ে ফেঁসে যাননি।
তবে অবশেষে লিয়াম স্বীকার করলেন বিয়ের পরেই মাইলি তার সারনেম গ্রহণ করেছেন। “ইজন’ট ইট রোম্যান্টিক’ এর প্রচারের সময় লিয়াম প্রকাশ করলেন যে ‘মাইলি সাইরাস’ এখন ‘মাইলি সাইরাস হেমসওয়ার্থ’। লিয়াম এর সাথে আরো যুক্ত করেছেন যে তিনি মাইলিকে তার সারনেম নেয়ার জন্য চাপ দেননি, মাইলি নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে হেমসওয়ার্থ যোগ করেছেন।
পরবর্তীতে স্মরণ করিয়ে দেন এই সুন্দরী গায়িকা যে তার স্ত্রী তিনি তা বুঝতে শুরু করেছেন। এরই মধ্যে মাইলির নাম ফোনে ‘ওয়াইফ’ বলে সেভ করেছেন।